শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে একাধিক মামলার আসামি রাজু  গ্রেফতার শুক্রবার সিলেট নগরের কয়েকটি এলাকায় ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না কোম্পানীগঞ্জে ভাঙচুরের মামলায় গ্রেফতার ২ শাবিতে ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা সিলেট শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মো. তারিকুল ইসলাম যৌতুকের জন্য নারী নির্যাতিত হলেও সরাসরি মামলা নয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ - অপেক্ষা করতে করতে হাসপাতালের বারান্দায় ২ নারীর সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু তদন্তে সেনাসদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় আসবে: খোকন পিআর নির্বাচনের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে: আব্দুস সালাম
advertisement
আইন-আদালত

নাইমুর রহমান দুর্জয়ের ৪ দিনের রিমান্ড

আওয়ামী লীগের মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে  চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ন কবির। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী। দুপুর সাড়ে ৩টায় শুনানি শুরু হয়।

ঢাকার লালমাটিয়া থেকে জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) হাতে গ্রেফতার হন মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। তাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সদর থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ।

বুধবার রাতে রাজধানীর লালমাটিয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি দল।

পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় দায়ের হওয়া দুটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি দুর্জয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় ১৩ নাম্বার আসামি দুর্জয়। মামলার বাদী বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মো. সাদিকুল ইসলাম রাব্বি।

এছাড়া একই দিনে দৌলতপুর থানায় দায়ের হওয়া আরেকটি মামলায় দুর্জয়কে প্রধান আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়। পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং দলটির মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এই সম্পর্কিত আরো

সিলেটে একাধিক মামলার আসামি রাজু  গ্রেফতার

শুক্রবার সিলেট নগরের কয়েকটি এলাকায় ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

কোম্পানীগঞ্জে ভাঙচুরের মামলায় গ্রেফতার ২

শাবিতে ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

সিলেট শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মো. তারিকুল ইসলাম

যৌতুকের জন্য নারী নির্যাতিত হলেও সরাসরি মামলা নয়

সিলেট ওসমানী মেডিকেল কলেজ অপেক্ষা করতে করতে হাসপাতালের বারান্দায় ২ নারীর সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু

তদন্তে সেনাসদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে

নির্বাচনেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় আসবে: খোকন

পিআর নির্বাচনের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে: আব্দুস সালাম