রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আইন-আদালত

সাবেক প্রতিমন্ত্রী এনামসহ ৭ জনের আয়কর নথি জব্দ

দুর্নীতি ও মানিলন্ডারিং মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ সাত জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

আয়কর নথি জব্দ হওয়া অপর আসামিরা হলেন— কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মো. মুজিবুল হক, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, বাংলাদেশ সুপ্র্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক মন্ত্রী টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশি।

রোববার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, টিপু মুনশিসহ সকল আসামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে, শুরু থেকে ২০২৪-২৫ সালের পর্যন্ত তাদের আয়কর পর্যালোচনা করা প্রয়োজন।

এই সম্পর্কিত আরো