বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
ইসলাম

আশুরায় একটি রোজা রাখা যাবে?

প্রশ্ন: আশুরার রোজা কি শুধু ১০ মহররম? নাকি এর সঙ্গে আগে বা পরে একদিন মিলিয়ে রাখতে হবে। 

একজন বললেন, শুধু ১০ মহররম রাখলেও নাকি তা আশুরার রোজা হিসাবে আদায় হবে। সঠিক কোনটি? জানিয়ে বাধিত করবেন।

উত্তর: আশুরার রোজা মূলত ১০ মহররমের  রোজা। তবে এই রোজার সঙ্গে আরো একটি রোজা মিলিয়ে রাখার ব্যাপারে হাদিসে গুরুত্বারোপ করা হয়েছে। 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- তোমরা আশুরার দিন রোজা রাখ এবং তাতে ইহুদিদের বিরোধিতা কর, আশুরার আগে একদিন বা পরে একদিন রোজা রাখ। (সহিহ ইবনে খুযাইমা, হাদিস ২০৯৫)

তাই ৯ ও ১০ অথবা ১০ ও ১১ দুইদিন রোজা রাখা উত্তম। অবশ্য কেউ যদি শুধু ১০ মহররম রোজা রাখে তবে সেটিও আশুরার রোজা হিসাবেই গণ্য হবে। 

তবে হাদিসের নির্দেশনার উপর আমল না করার জন্য মাকরূহ তথা অনুত্তম হবে।

এই সম্পর্কিত আরো