রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০ লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে আইনি নোটিশ হাদির ওপর হামলাকারী ‘পালিয়ে গুয়াহাটিতে’, পুলিশ বলছে ‘তথ্য নেই’ বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন এইচ–১বি ভিসার ফি বাড়ানোয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা ‘ছোট ভাই প্রটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি
advertisement
আন্তর্জাতিক

মালয়ালম সুপারস্টার মোহনলাল পেলেন ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার

‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার গ্রহণ করলেন মালয়ালম সুপারস্টার মোহনলাল।

মঙ্গলবার দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে অভিনেতার হাতে তুলে দেওয়া হলো এ সম্মানজনক পুরস্কার।

দক্ষিণী, হিন্দি সিনে ইন্ডাস্ট্রি মিলিয়ে ফিল্মি ক্যারিয়ারে চারশোর বেশি সিনেমা মোহনলালের। ভারতীয় সিনেমা জগতে অনবদ্য অবদানের জন্য দক্ষিণী মেগাস্টারকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এদিন মোহনলালের পরনে ছিল দক্ষিণের ঐতিহ্যবাহী সোনালি পাড়ের সাদা ধুতি-পাঞ্জাবি। জাতীয় পুরস্কারের মঞ্চেও নিজস্ব প্রাদেশিক সংস্কৃতি তুলে ধরলেন মোহনলাল।

পুরস্কার হাতে মোহনলালের মন্তব্য, ‘রাজ্যের সর্বকনিষ্ঠ এবং দ্বিতীয় দাদাসাহেব পুরস্কারবিজয়ী হিসেবে আমি মনে করি এই জয় আমার একার নয়, গোটা মালয়ালম ইন্ডাস্ট্রির। আমাদের সৃজনশীলতার উত্তরাধিকারের প্রতীক এই সম্মান।’

মোহনলালের দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হওয়ায় উচ্ছ্বসিত অমিতাভ বচ্চনও। এক্স হ্যান্ডেলে মালয়ালম ভাষায় পোস্ট করে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পোস্টে বিগ বি লিখেছেন, “আমি খুশি মোহনলালজি, আপনি দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। ভীষণ আনন্দ হচ্ছে এবং এটাই শিল্পীর সর্বোচ্চ স্বীকৃতি।

আন্তরিক অভিনন্দন। আমি আপনার কাজ এবং শিল্পীসত্ত্বার মহান ভক্ত। আপনার অজেয় প্রতিভা দিয়ে এভাবেই আমাদের গর্বিত করতে থাকুন এবং আমাদের সবার জন্য ‘পাঠ’ হয়ে থাকুন। শ্রদ্ধার এবং গর্বের সঙ্গে আমি আজীবন আপনার একনিষ্ঠ ভক্ত হয়েই থাকব।”

উল্লেখ্য, এর আগে সেরা অভিনেতা হিসেবে দুইবার জাতীয় পুরষ্কার পেয়েছেন মোহনলাল।

সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে দর্শককে নিজের অভিনয়গুনে মুগ্ধ করে এসেছেন ভারতীয় সিনেদর্শককে। তাঁর প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই। কেরালা থেকে তামিল, তেলেগু, কন্নড় এবং হিন্দি সিনেমার পর্দায় চারশোর বেশি চরিত্রকে জীবন্ত করে তুলেছেন মোহনলাল। তার অভিনয়, সিনেমা বর্তমান প্রজন্মের কাছে ব্যাকরণসম। মালয়ালম সিনে ইন্ডাস্ট্রির সেই মেগাস্টারকেই মঙ্গলবার ভারতীয় সিনে দুনিয়ার সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হল জাতীয় পুরস্কারের মঞ্চে।

এই সম্পর্কিত আরো

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে আইনি নোটিশ

হাদির ওপর হামলাকারী ‘পালিয়ে গুয়াহাটিতে’, পুলিশ বলছে ‘তথ্য নেই’

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

এইচ–১বি ভিসার ফি বাড়ানোয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

‘ছোট ভাই প্রটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি