শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শিবিরের কেন্দ্রীয় সম্মেলনে জামায়াত আমির - যুবকদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিতে চাই সেদিন তারেক রহমানের সঙ্গে মান্নার কী কথা হয়েছিল, জানালেন স্ত্রী তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি - যুক্তরাষ্ট্রের ১০ ব্যক্তি ও ২০টি প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে তাহিরপুর সীমান্তে ২৪টি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার শান্ত-মুশফিক জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটকে হারাল রাজশাহী: বিপিএল নাজিব রাজাক দুর্নীতির আরেক মামলায় দোষী সাব্যস্ত আবারও তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান শীতের সবজিতে কাঁচাবাজারে স্বস্তি বিয়ে সুন্নত নাকি ফরজ?
advertisement
আন্তর্জাতিক

বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন বাসিন্দারা

ইসরাইলি হামলায় লেবাননে ভূতুড়ে গ্রাম

লেবাননে ভঙ্গুর যুদ্ধবিরতির এক বছরেরও বেশি সময় পার হয়েছে। তবুও দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে শান্তি স্থায়ী হয়নি। ইসরাইলি সেনাবাহিনী এখনো কিছু অঞ্চলে ঘাঁটি গেড়ে আছে। ফলে প্রায় এক লাখ মানুষ তাদের বাড়িতে ফিরতে পারছেন না।

পরিস্থিতি এমন যে, ইসরাইলের হামলায় লেবাননের কিছু এলাকা ‘ভুতূড়ে গ্রামে পরিণত হয়েছে। বুধবার আল-জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

ইসরাইলের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত লেবাননের আবু চাচ গ্রাম। যুদ্ধের দীর্ঘ সময় পর সেখানে ফিরে এসেছে শাব্বি পরিবারসহ বেশ কয়েকজন। পরিবারের প্রধান কাওথার জানান, আমরা একটি আদিম জীবনযাপন করছি। তাদের ঘর ধ্বংস হওয়ায় তারা গরুর খোঁয়াড়ে ঘুমাচ্ছে। স্কুল এবং দোকান ধ্বংস হওয়ায় গ্রামে জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে, এবং শিশুদের শিক্ষা বন্ধ রয়েছে। ইসরাইলের ২০২৪ সালের সেপ্টেম্বরে হিজবুল্লাহকে লক্ষ্য করে করা সর্বাত্মক যুদ্ধের পর দুই মাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি অনেক মানুষকে তাদের বাড়িতে ফিরে আসতে বাধা দিচ্ছে। 

কাওথার বলেন, আমরা ভাড়া দিতে পারিনি। আমাদের জীবিকার জন্য আমাদের জমির ওপর নির্ভর করতে হয়, তাই আমাদের ফিরে আসতে হয়েছে। গ্রামের একমাত্র সহায়ক হিসাবে উপস্থিত আছে জাতিসংঘের শান্তিরক্ষীরা। তারা কেবল রাষ্ট্রের সার্বভৌমত্ব পুনঃস্থাপনেই নয়, স্থানীয় মানুষের মানবিক চাহিদা পূরণে কাজ করছে। 

কাওথার বলেন, নিকটতম মুদি দোকানটি ৩০ মিনিটের গাড়ি দূরে। জীবিকা ও খাদ্যের জন্য প্রতিদিন প্রচেষ্টা করতে হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংস্থাগুলো ইসরাইলি হামলায় বেসামরিক স্থাপনার ব্যাপক ধ্বংসের তদন্তের আহ্বান জানিয়েছে। 

এরিকা গুয়েভারা রোসাস, অ্যামনেস্টির সিনিয়র পরিচালক, বলেন, ‘এ ধরনের ধ্বংসযজ্ঞ পুরো এলাকা বসবাসের অযোগ্য করে তুলেছে। এক বছরেরও কম সময়ে প্রায় ১০,০০০ স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

শাব্বি পরিবারের মেয়ে জাহরা বলেন, পূর্বে আমাদের গ্রামে দোকান, বন্ধু, স্কুল ছিল। এখন তা নেই। তবে আমরা ফিরে আসতে পেরে খুশি। প্রায়শই অন্যান্য পরিবার বিপদের কারণে গ্রামে ফিরে আসতে পারছে না। ইসরাইলের সীমান্তবর্তী গ্রামগুলো জনশূন্য, এবং রাস্তাগুলো বন্ধ। লেবানন সরকার ইসরাইলকে তাদের ভূখণ্ড থেকে সেনা সরাতে বলছে। কিন্তু ইসরাইল দাবি করছে, আগে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে।

শাব্বি পরিবার রাজনীতি নিয়ে কথা বলতে চায় না। কাওথার বলেন, আমরা কেবল শান্তিতে আমাদের জীবনযাপন করতে চাই। এই পরিবারের জন্য, ধ্বংসপ্রাপ্ত গ্রামই এখন তাদের একমাত্র ঘর।

এই সম্পর্কিত আরো

শিবিরের কেন্দ্রীয় সম্মেলনে জামায়াত আমির যুবকদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিতে চাই

সেদিন তারেক রহমানের সঙ্গে মান্নার কী কথা হয়েছিল, জানালেন স্ত্রী

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের ১০ ব্যক্তি ও ২০টি প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

তাহিরপুর সীমান্তে ২৪টি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার

শান্ত-মুশফিক জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটকে হারাল রাজশাহী: বিপিএল

নাজিব রাজাক দুর্নীতির আরেক মামলায় দোষী সাব্যস্ত

আবারও তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান

শীতের সবজিতে কাঁচাবাজারে স্বস্তি

বিয়ে সুন্নত নাকি ফরজ?