শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় আজ আরও ২৫ জন নিহত

গাজাজুড়ে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় আজ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। 

স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে স্থল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে ২১ জন গাজা নগরী ও উত্তর গাজার বিভিন্ন এলাকার বাসিন্দা।

শুক্রবার আল জাজিরা জানিয়েছে, একই পরিবারের ১৪ জন একসঙ্গে প্রাণ হারিয়েছেন গাজা নগরীর নিকটবর্তী আত-তওয়াম এলাকায়। এতে পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।

গাজা নগরী ও আশপাশের হাসপাতালে হতাহতদের ভিড়ে জায়গা সংকুলান হচ্ছে না। চিকিৎসা সামগ্রী ও জ্বালানি ঘাটতির কারণে চিকিৎসকরা চরম বিপাকে পড়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অবিলম্বে যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক সহায়তা ছাড়া ক্রমবর্ধমান আহতদের চিকিৎসা করা সম্ভব নয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় অন্তত ৬৪,৬৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। 

গাজার এই  হত্যাযজ্ঞে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছেন।

এই সম্পর্কিত আরো