ইরান আসন্ন ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সাধারণ সম্মেলনে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলাকে অগ্রহণযোগ্য ঘোষণা করে একটি খসড়া প্রস্তাব পেশ করবে ইরান।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান বর্তমানে একটি প্রস্তাবের খসড়া প্রস্তুত করছে এবং তা সম্মেলনে উপস্থাপন করবে।
ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিকের সমালোচনার জবাব দেন, যিনি রাশিয়াকে এর আগে ইরানের একটি প্রস্তাব সমর্থনের কারণে অভিযুক্ত করেছিলেন। উলিয়ানভ বলেন, ওই সাংবাদিক আসলে আইএইএ বোর্ড অব গভর্নরস এবং সাধারণ সম্মেলনের পার্থক্যই জানেন না, যেখানে ইরান তার প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে।
তিনি আরও বলেন, রুশবিরোধী প্রচারকারীদের এমন আলোচনায় নামার আগে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত, যাতে নিজেদের এমন বিদ্রূপাত্মক ও পরস্পরবিরোধী অবস্থানে না ফেলেন।
আইএইএ সাধারণ সম্মেলন আগামী ১৫ সেপ্টেম্বর ভিয়েনায় শুরু হবে এবং এটি পাঁচ দিন ধরে চলবে।