মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
বিনোদন

প্রাক্তনকে নিয়ে মুখ খুললেন নুসরাত

এক সময়ের আলোচিত জুটি ছিলেন নুসরাত জাহান ও অঙ্কুশ হাজরা। বহু ছবিতে একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তারা। এমনকি একটা সময় পার্টি থেকে অ্যাওয়ার্ড শো একইসঙ্গে দেখা যেতো দুজনকে। তাদের এই রসায়ন দেখে ইন্ডাস্ট্রির অনেকেই ভেবেছিলেন, নুসরাত-অঙ্কুশের সম্পর্ক বহুদূর এগোবে।

কিন্তু তাদের সম্পর্ক স্থায়ী হয়নি। আর এই সম্পর্ক ভাঙনের পর একে অন্যের ছায়া দেখাও যেন বন্ধ করে দেন। এমনকি নুসরাতকে বিভিন্ন সময় কটাক্ষ করতেও দেখা যায় অঙ্কুশকে। সম্প্রতি রক্তবীজ-২ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। 

আবার একই ছবির আইটেম সং ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস-এ জমিয়ে নাচ করেছেন নুসরাত। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরও একবার অঙ্কুশের সঙ্গে ঠাণ্ডা লড়াই প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় নায়িকাকে।

আর সেই প্রশ্নে কিছুটা বিরক্ত হয়ে নুসরাত বলেন, আমি কখনো বলেছি? আমরা বোধহয় একসঙ্গে অনেক সিনেমা করেছি এবং সেই কাজটাকে আমি ভীষণভাবে সম্মান করি। সেই সময় আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আমাকে নিয়ে উল্টো দিক থেকে কেউ কিছু বললে, আমার সে বিষয়ে কিছু বলার নেই। দর্শকের হয়তো তাতে মজা লাগে। তবে, এটা আমার শিক্ষাদীক্ষা নয়। আমি কারও ব্যাপারে মনে এত নেগেটিভিটি ধরে বসে থাকতে পারবো না।

এই সম্পর্কিত আরো