শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পুলিশের বিরুদ্ধে মহিষ ছেড়ে দেওয়ার অভিযোগ - জকিগঞ্জে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত নবীগঞ্জে নিহত কৃষক পরিবারের পাশে হবিগঞ্জের পুলিশ সুপার সামান্থার প্রেমের গুঞ্জন জোরালো জাতীয় দলে ফিরতে হলে সাকিবকে কী করতে হবে, জানালেন তামিম ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক - ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের সিলেট-১ আসনের সাথেই থাকছে নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড জানালেন পররাষ্ট্র উপদেষ্টা - তারেক রহমান দেশে ফিরতে চাইলে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেবে সরকার মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ কারবারি আটক ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ নুডলস শ্বাসনালিতে আটকে প্রাণ গেল সাত মাস বয়সী ফাতেমার
advertisement
বিনোদন

বাবা ক্রিকেটার হলেও অভিনেত্রী মা-ই সংসার চালাতেন: সোহা

বলিউড অভিনেত্রী সোহা আলি খান এমন এক তারকাখানদানি পরিবার থেকে আসেন, যাদের আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পরিবার দর্শকদের বিনোদন দিয়ে আসছে। আর এখন তৃতীয় প্রজন্মও সেই ধারাবাহিকতা ধরে রাখছে।

সম্প্রতি এক আড্ডায় তার মা শর্মিলা ঠাকুর ও বাবা মনসুর আলি খান এবং ভাবি কারিনা কাপুরকে নিয়ে কথা বলেছেন সোহা।

সোহা জানান, কীভাবে তার বাবা মনসুর আলি খান পাতৌদি ধনী পরিবার থেকে আসেন। বাবা পেশাদার ক্রিকেটার হওয়া সত্ত্বেও সংসারের প্রধান উপার্জনকারী ছিলেন মা শর্মিলা ঠাকুর।

তিনি বলেন, ‘মা ছিলেন তিন বোনের মধ্যে বড় এবং দীর্ঘদিন ধরে সংসারের প্রধান উপার্জনকারী। অভিনয়ের টাকা দিয়ে বিয়ের পরও তিনিই সংসারের খরচ চালাতেন। আমার বাবা ক্রিকেট খেলতেন, কিন্তু তখন ক্রিকেটে কোনো টাকা-পয়সা ছিল না। তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ থাকলেও সংসারের ব্যয়ভার মূলত মা-ই সামলাতেন।

মায়ের কাজের প্রতি নিষ্ঠা ও কঠোর ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে সোহা আরও বলেন, আমি তার কর্মনৈতিকতাকে ভীষণ শ্রদ্ধা করি। তিনি যা মনে করেন, সরাসরি বলে দেন। অনেক সময় তা কঠিন শোনালেও সবসময় ভালোবাসা থেকে আসে এবং বাস্তবতার মুখোমুখি হতে শেখায়।

এছাড়া একই আড্ডায় ভাবি কারিনা কাপুর খানের প্রশংসা করে সোহা বলেন, কারিনা বিশাল এক সুপারস্টার, অথচ নিজের স্বাভাবিকতায় ভীষণ স্বাচ্ছন্দ্য। তিনি যা শেয়ার করেন, তা বাস্তব আর সত্যিকারের। আজকের অতিরিক্ত ফিল্টার করা দুনিয়ায় এটা সত্যিই প্রশংসনীয়।

প্রসঙ্গত, সোহা আলি খান সর্বশেষ অভিনয় করেছেন বিশাল ফুরিয়ার হরর থ্রিলার ছোরি ২ ছবিতে। নুসরাত ভারুচা ও গাশমীর মহাজনি অভিনীত এই সিনেমাটি ২০১৭ সালের মারাঠি ছবি লাপাছাপি এর হিন্দি রিমেক ছোরি–এর সিক্যুয়েল। সূত্র: বলিউড বাবল।

এই সম্পর্কিত আরো

পুলিশের বিরুদ্ধে মহিষ ছেড়ে দেওয়ার অভিযোগ জকিগঞ্জে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত

নবীগঞ্জে নিহত কৃষক পরিবারের পাশে হবিগঞ্জের পুলিশ সুপার

সামান্থার প্রেমের গুঞ্জন জোরালো

জাতীয় দলে ফিরতে হলে সাকিবকে কী করতে হবে, জানালেন তামিম

ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের

সিলেট-১ আসনের সাথেই থাকছে নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড

জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমান দেশে ফিরতে চাইলে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেবে সরকার

মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ কারবারি আটক

৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ

নুডলস শ্বাসনালিতে আটকে প্রাণ গেল সাত মাস বয়সী ফাতেমার