মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে: জামায়াত আমির নগরীতে প্রচার মিছিল - পিআর নয়, এফপিটিপি পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি অ্যাডভোকেট জামানের যুবলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার সিলেটে আবারও আতঙ্ক ছড়াচ্ছে যে ভাইরাস এবার জিন্দাবাজার ‘মধুচক্রে’ পুলিশের হানা যথাসময়ে সিলেট চেম্বারের নির্বাচন দাবিতে ডিসির কাছে স্মারকলিপি বুধবারের মধ্যে রোডম্যাপের দাবি - শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নং কূপে ওয়ার্কওভার শুরু - হবিগঞ্জ থেকে প্রতিদিন মিলবে আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুবকের সাথে চলে যাওয়ায় মেয়েকে ‘জবাই করে হত্যা’, বাবা আটক অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর
advertisement
বিনোদন

দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: মাহি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি তার দুইটি ছবি নিয়ে আলোচনা হচ্ছে। অভিনেত্রী কিছুদিন আগে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি চোখে চশমা এবং হাতে কলম নিয়ে বসে আছেন। এই ছবিগুলো পোস্টের পরেই শুরু হয়েছে নানান সমালোচনা। কেউ কেউ তাকে মার্কিন পর্নতারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করেছেন। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাহি নিজেই।

সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে মাহি এ বিষয়টি নিয়ে কথা বলেছেন। মাহি বলেন, দেশের বেশিরভাগ পুরুষই সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত বলেই রিডিং গ্লাস পরা এ রকম ছবি দেখে তাদের কাছে ভিন্ন কিছু মনে হয়েছে, তিনি উল্লেখ করেন। মাহি আরও বলেন, আমি জানি না, এই সিগনেচার বা ধারণা কোথা থেকে এসেছে? চশমা পরলেই আমাকে অন্য কারো মতো ভাবা হবে, এমন কথা তো নেই। একজন আর্টিস্ট বিভিন্ন ধরনের ছবি পোস্ট করতে পারে। কিন্তু যে ধরনের অসভ্য বা স্টুপিড মন্তব্য হয়, সেটা মানা যায় না।

এছাড়াও তিনি জানান, আগেও তার বর্ণ বা পরনের কাপড় নিয়ে অযথা সমালোচনা হয়েছে। এবার শুধু একটা রিডিং গ্লাস নিয়ে মানুষ নেগেটিভ মন্তব্য করছে। মাহি বলেন, সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসে না। আমি ছবিটা অন্যভাবে দেখিয়েছি, কিন্তু অনেকে তা নিয়ে ভুল ধারণা তৈরি করেছে। মিয়া খলিফার সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু সে অন্য দেশে থাকে, তার জীবন আলাদা। আমাদের এ নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।

সামিরা খান মাহির সেই ফেসবক পোস্ট। ছবি: অভিনেত্রীর ফেসবুক

সামিরা খান মাহির সেই ফেসবক পোস্ট। ছবি: অভিনেত্রীর ফেসবুক

 

অন্যদিকে, তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজ সব নিয়েই আলোচনা-সমালোচনা চলে। অভিনেত্রীর খেত্রেও তাই ঘটে। বিষয়টা কীভাবে দেখেন জানতে চাইলে মাহি বলেন, অনেক সময় অবচেতন মনে উড়িয়ে দিই। কিন্তু কিছু না কিছু প্রায় সময় থেকেই যায়। এই ধরনের নোংরা কথা বলা মানুষদের প্রতিরোধে আমি বা আমরা কীই বা করতে পারি। একবার একটা পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডিফারেন্ট চুল পরে গিয়েছিলাম, সেটাও নিয়ে তুমুল বিতর্কের শিকার হয়েছি। তাই যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি।

প্রসঙ্গত, মাহির ভাইরাল হওয়া ছবিগুলো তার নতুন নাটক ‘সুইট কলিগ’-এর। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। কয়েক দিন আগে মাহি নাটকের শুটিং শেষ করেছেন।

এই সম্পর্কিত আরো

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে: জামায়াত আমির

নগরীতে প্রচার মিছিল পিআর নয়, এফপিটিপি পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি অ্যাডভোকেট জামানের

যুবলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার

সিলেটে আবারও আতঙ্ক ছড়াচ্ছে যে ভাইরাস

এবার জিন্দাবাজার ‘মধুচক্রে’ পুলিশের হানা

যথাসময়ে সিলেট চেম্বারের নির্বাচন দাবিতে ডিসির কাছে স্মারকলিপি

বুধবারের মধ্যে রোডম্যাপের দাবি শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নং কূপে ওয়ার্কওভার শুরু হবিগঞ্জ থেকে প্রতিদিন মিলবে আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

যুবকের সাথে চলে যাওয়ায় মেয়েকে ‘জবাই করে হত্যা’, বাবা আটক

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর