রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা - আত্মরক্ষার্থে ৪ রাউন্ড গুলি বর্ষণ, মদ ও বাইক জব্দ চুনারুঘাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু জকিগঞ্জে সরকারি ভূমি দখলের চেষ্টা - সীমানা পিলার উপড়ে ফেলা ও অস্ত্র মহড়ার অভিযোগে এলাকায় উত্তেজনা জকিগঞ্জে মাদক বিরোধী অভিযান: ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার, ব্যবসায়ী গ্রেপ্তার ওসমান হাদী গুলিবিদ্ধ: সিলেট বিভাগের সীমান্তজুড়ে বিজিবির হাই অ্যালার্ট খন্দকার মুক্তাদির - বিএনপি ক্ষমতায় গেলে প্রসূতি মা ও দরিদ্রদের ‘স্বাস্থ্য কার্ড’ দেয়া হবে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে সিলেট-৩ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের মতবিনিময় বিশ্বনাথে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির উন্মুক্ত সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিআইসি গঠনে গণশুনানি
advertisement
বিনোদন

প্রেমিকার জন্য শ্যালামের এলাহি কাণ্ড

টিমোথি শ্যালামে তার সম্পর্ককে আরও গভীরে নিয়ে যাওয়ার জন্য প্রেমিকা কাইলি জেনারকে এনগেজমেন্ট রিং দেওয়ার পরিকল্পনা করছেন।

গুঞ্জন অনুযায়ী, এ অভিনেতা এরই মধ্যে এনগেজমেন্ট রিং দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং এজন্য তিনি প্যারিসে তৈরি একটি কাস্টম এনগেজমেন্ট রিংয়ের জন্য প্রায় ৩ লাখ ডলার খরচ করেছেন। জানা গেছে, এই ঝলমলে আংটিতে রয়েছে চমকপ্রদ ১৫০টি হীরা। খবর: কইমই

‘ডিউন’ তারকাখ্যাত শ্যালামে কয়েক মাস ধরে এই এনগেজমেন্ট অনুষ্ঠানের পরিকল্পনা করছেন, কারণ তিনি কাইলির সঙ্গে তার সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করতে চান। আংটির খবর ছড়ানোর আগে, এই কাপল প্যারিস ও মিলানে বিলাসবহুল সম্পত্তি কেনার সন্ধান করছিলেন, যা তাদের সম্পর্কের ক্রমবর্ধমান প্রতিশ্রুতির ইঙ্গিত দেয়।

এদিকে গণমাধ্যম দ্য মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্যালামে তার বন্ধুদের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন কাইলির জন্য নিখুঁত আংটি বেছে নেওয়ার জন্য বিশেষ কারিগর খুঁজে পেতে। কারিগরের সন্ধানে তিনি ফ্রান্স ও নিউইয়র্ক সিটি পর্যন্ত গিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত একজন প্যারিসিয়ান ডিজাইনারকে বেছে নেন, যিনি কাইলির জন্য অনন্য এক আংটি তৈরি করবেন।

অভিনেতার এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, ‘এই আংটি, যা প্যারিসিয়ান ডিজাইনার দ্বারা তৈরি করা হচ্ছে, এটি অত্যন্ত বিশেষ এবং এর কাজ সম্পূর্ণ হতে ছয় সপ্তাহ সময় লাগবে। শ্যালামে এনগেজমেন্টের জন্য প্রস্তুত এবং কাইলির সঙ্গে দীর্ঘ, সুখী ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে।’

এদিকে আংটিটি প্রস্তুত হওয়ার পর শ্যালামে এনগেজমেন্টের দিকে মনোযোগ দেবেন এবং অনুষ্ঠানটির জন্য বিশেষ স্থান বাছাই করবেন। তাদের একে অন্যের ভালোবাসার কথা জানিয়ে অভিনেতার আরেক বন্ধু বলেন, ‘আমি তাকে কখনো এতটা খুশি দেখিনি। তারা একে অন্যকে প্রচণ্ড ভালোবাসে এবং যখনই তারা আলাদা থাকে, তখন গভীরভাবে একে অন্যকে মিস করে। তারা নিয়মিত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করে এবং একটি শক্তিশালী সম্পর্কের ভিত্তি গড়ার চেষ্টা করছে।’ যদিও এখনো আনুষ্ঠানিক কোনো সময়সীমা নিশ্চিত করা হয়নি, তবে শ্যালামের কাছের সূত্র থেকে জানা যায়, বছরের শেষদিকে এ অনুষ্ঠান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে কাইলি জেনার র‍্যাপার ট্র্যাভিস স্কটের (আসল নাম জ্যাক বারমোন ওয়েবস্টার) সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন এবং তাদের ঘর আলো করে আসে কন্যা ও পুত্রসন্তান।

এই সম্পর্কিত আরো

বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা আত্মরক্ষার্থে ৪ রাউন্ড গুলি বর্ষণ, মদ ও বাইক জব্দ

চুনারুঘাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

জকিগঞ্জে সরকারি ভূমি দখলের চেষ্টা সীমানা পিলার উপড়ে ফেলা ও অস্ত্র মহড়ার অভিযোগে এলাকায় উত্তেজনা

জকিগঞ্জে মাদক বিরোধী অভিযান: ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার, ব্যবসায়ী গ্রেপ্তার

ওসমান হাদী গুলিবিদ্ধ: সিলেট বিভাগের সীমান্তজুড়ে বিজিবির হাই অ্যালার্ট

খন্দকার মুক্তাদির বিএনপি ক্ষমতায় গেলে প্রসূতি মা ও দরিদ্রদের ‘স্বাস্থ্য কার্ড’ দেয়া হবে

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে সিলেট-৩ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের মতবিনিময়

বিশ্বনাথে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির উন্মুক্ত সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে পিআইসি গঠনে গণশুনানি