শুক্রবার, ০২ মে ২০২৫
শুক্রবার, ০২ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
বিনোদন

‘এখন শেখার আগ্রহ কম’

ফোক গানের গুণী সংগীতশিল্পী শাহনাজ বেলী। সেই শুরু থেকেই শেকড়ের টানে ফোক ও লালনের গান নিয়েই কাজ করে চলেছেন।

তার কণ্ঠে অনেক গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। দেশ-বিদেশের অসংখ্য জায়গায় বাংলা ফোক গান ছড়িয়ে দিতে তিনি অন্যতম ভূমিকা রেখেছেন। এ শিল্পী বছর কয়েক আগে নিজ জেলা কুষ্টিয়ার আবদালপুরে একটি গানের স্কুলও গড়েছেন।

‘শাহনাজ বেলী সংগীত একাডেমি’ নামে সেই স্কুল থেকে অনেক তরুণ শিল্পীই বেরিয়ে আসছেন। এদিকে, শাহনাজ বেলী রমজানের আগ পর্যন্ত ব্যস্ত ছিলেন স্টেজ শো ও বিভিন্ন চ্যানেলের লাইভ নিয়ে।

বর্তমানে চ্যানেলগুলোর ঈদের অনুষ্ঠান নিয়ে চলছে তার ব্যস্ততা। এদিকে, তার রাধারমনের গান নিয়ে একটি পুরো অ্যালবাম তৈরি হয়ে আছে। সে অ্যালবামটি দ্রুতই প্রকাশ করবেন বলে জানালেন। গান নিয়ে বেশ ব্যস্ততা থাকলেও বর্তমান সময়ের গানের পরিবেশ নিয়ে তেমন সন্তুষ্ট নন এ শিল্পী।

তার মতে, এখন তরুণ প্রজন্মের মধ্যে শেখার আগ্রহ কম। তারকা হয়ে উঠার প্রবণতা বেশি। এ কারণে বেশিদিন টিকে থাকতে পারছে না তারা। এ বিষয়ে শাহনাজ বেলী বলেন, আমাদের সময়ে একটি গান প্রচার করতে অনেক পরিশ্রম ও প্রতিযোগিতা করতে হয়েছে। কিন্তু এখন অনেক প্ল্যাটফরম। গান গাওয়া ও প্রকাশ খুব সহজ। কিন্তু যারা গান করতে আসছে তারা শিখে আসতে চায় না। এটা একটা বড় নেতিবাচক দিক। শিখে এসে গান করা আর এমনিতে হঠাৎ করে গান করা- এক বিষয় নয়।

শাহনাজ বেলী আরও বলেন, এটা হচ্ছে সময়ের কারণে। প্রযুক্তির যুগ, সবকিছু হাতের নাগালে। তবে আমি মনে করি যে দীর্ঘ সময় গানে থাকতে চায়, ভালোবেসে গান করতে চায়, সে অবশ্যই শিখে এসে গান করবে। প্র্যাকটিস করবে। আমি নিজে যখন শুরু করি তখন দূর-দূরান্তে গিয়েছি ওস্তাদের কাছে তালিম নিতে। একটি ভালো গানের জন্য কতো অপেক্ষা ও পরিশ্রম করেছি সেটা আমিই ভালো জানি। সুতরাং, গানে নিজেকে পাকাপাকিভাবে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই তালিম ও চর্চা প্রয়োজন।

এই সম্পর্কিত আরো