মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুবিপ্রবি নির্ধারিত জায়গায় দ্রুত স্থাপনের লক্ষে বৃহত্তর সুনামগঞ্জবাসীর স্বারকলিপি খুনী হাসিনা বিদেশে পালিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন : কাইয়ুম চৌধুরী মাওলানা হাবিবুর রহমান - জামায়াত একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সিলেটের টিলা কাটা বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন সিলেটে সীমান্তে সোয়া কোটি টাকার চোরাচালান জব্দ নেপালের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ মির্জা ফখরুল - যারা ভাবছেন নির্বাচনে বিঘ্ন ঘটালে উপকৃত হবেন, ভুল করছেন জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস : তারেক রহমান সত্যিই প্রেম করছেন শ্রীলীলা? অসুস্থ যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
advertisement
বিনোদন

কারও রাস্তাই আসলে সহজ থাকে না : তানহা

চিত্রনায়িকা তানহা তাসনিয়া। চলচ্চিত্রের পাশাপাশি নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। তার ঝুলিতে রয়েছে অসংখ্য দর্শকপ্রিয় নাটক। অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতেও। নিজের অভিনয়ের জার্নি এবং বর্তমান কাজের ব্যস্ততা নিয়ে কথা বলেছেন কালবেলার সঙ্গে।

‘ভোলা তো যায় না তারে’ সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় তানহার। প্রথম সিনেমা দিয়েই জানান দেন কাজের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে এসেছেন। তবে শুরুর অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। এ নিয়ে তিনি বলেন, ‘মিডিয়ায় আমার যাত্রা শুরু হয় সিনেমা দিয়ে। প্রথমে পরিবার থেকে আমার অভিনয়ে নিয়মিত হওয়ার বিষয়টি নিয়ে একটু দ্বিধা ছিল। এরপর আলহামদুলিল্লাহ সবাই আমাকে সহযোগিতা করেছে এবং এখনো করছে। তবে হ্যাঁ, শুরুতে ইন্ডাস্ট্রির পলিটিকস নিয়ে আমি একটু বিরক্ত ছিলাম। তখন মনে হচ্ছিল, অভিনয় দিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ সহজ হবে না। কারণ অল্প সময়ই ইন্ডাস্ট্রির সিন্ডিকেট সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছিলাম। এরপর মনে হয়েছে শুধু আমি না, আমার আগে যারা অভিনয় করতে এখানে এসেছেন তাদের কারও রাস্তাই আসলে সহজ থাকে না। সবাই এসব সিন্ডিকেটের সঙ্গে যুদ্ধ করেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এরপর কাজ শুরু করলাম। এখন আলহামদুলিল্লাহ ভালো ভালো কাজ করছি। তবে শুরুর দিকের এমন অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে।’


তানহা তাসনিয়া অভিনয় করেছেন নিরব হোসেন, আরিফিন শুভ ও শাকিব খানের মতো নায়কের সঙ্গে। পেয়েছেন সফলতাও। তবে বর্তমানে নাটক নিয়েই ব্যস্ততা তার। এ নিয়ে তিনি বলেন, ‘আমি একজন আর্টিস্ট। অভিনয় রিলেটেড যে কোনো ভালো কাজই আমি করে থাকি। এর মানে এই নয় যে, শুধু নাটকেই আমি কাজ করব। ভালো গল্প পেলে সিনেমাতেও আমি কাজ করি। তবে এখন একটু বেছে বেছে কাজ করতে চাই। কারণ মিডিয়ায় অনেক দিন হয়েছে আমার। ভালো কাজ ছাড়া দর্শক আমাকে মনে রাখবে না। তাই ভালো কাজের ক্ষেত্রে প্রাধান্য থাকে বেশি।’

বর্তমানে নাটক নিয়ে ব্যস্ত থাকা এ নায়িকার জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘বাড়ি গাড়ি নারী’, ‘বউ সেটিং’, ‘আমি নার্ভাস’, ‘ফরেন লাভার’, ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘পাওনাদার’, ‘চিরকুমার সংরক্ষণ’, ‘সত্য বলিতে চাই’, ‘চাকরিজীবী বউ’ ইত্যাদি।

তানহার মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় রয়েছে ‘ভোলা তো যায় না তারে’, ‘ধূমকেতু’ ও ‘ভালো থেকো’। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বিয়ে আমি করবো না’ সিনেমাটি।

এই সম্পর্কিত আরো

সুবিপ্রবি নির্ধারিত জায়গায় দ্রুত স্থাপনের লক্ষে বৃহত্তর সুনামগঞ্জবাসীর স্বারকলিপি

খুনী হাসিনা বিদেশে পালিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন : কাইয়ুম চৌধুরী

মাওলানা হাবিবুর রহমান জামায়াত একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে

সিলেটের টিলা কাটা বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন

সিলেটে সীমান্তে সোয়া কোটি টাকার চোরাচালান জব্দ

নেপালের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

মির্জা ফখরুল যারা ভাবছেন নির্বাচনে বিঘ্ন ঘটালে উপকৃত হবেন, ভুল করছেন

জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস : তারেক রহমান

সত্যিই প্রেম করছেন শ্রীলীলা?

অসুস্থ যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান