শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
বিনোদন

পিপলস চয়েসে শীর্ষে মিথিলা

৭৪তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার রঙিন মঞ্চে যেন নতুন এক ইতিহাস লিখতে চলেছেন বাংলাদেশি কন্যা তানজিয়া জামান মিথিলা।

এরই মধ্যে বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ‘পিপলস চয়েস’ ভোটে শীর্ষে উঠে এসে তিনি শুধু নিজের নয়; বরং পুরো বাংলাদেশের স্বপ্নকে এগিয়ে নিচ্ছেন বিশ্বমঞ্চের কেন্দ্রে। এই অর্জন যেন জানিয়ে দিচ্ছে, বাংলাদেশি সৌন্দর্য, আত্মবিশ্বাস ও প্রতিভার জয়যাত্রা থেমে নেই; বরং এখন থেকে শুরু।

সামাজিক যোগাযোগমাধ্যমে 'মিস ইউনিভার্স বাংলাদেশ' এবং মিথিলার ব্যক্তিগত পেজ থেকে এই সাফল্যের খবর নিশ্চিত করা হয়েছে। 'মিস ইউনিভার্স বাংলাদেশ' তাদের অফিসিয়াল পেজে এই অর্জনের খবর জানিয়ে একটি বার্তা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, 'আমরা পেরেছি বাংলাদেশ। এখন বাংলাদেশ এক নম্বরে। ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের জন্য ভোটদান অব্যাহত রাখুন। অপ্রতিরোধ্য বাংলাদেশ।'

এদিকে মিথিলার সদ্য প্রকাশিত এক ছবিতে তাকে সাদা ফ্লোরাল পোশাকে বাংলাদেশের পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। অন্য একটি পোস্টে ভোটদানের আবেদন জানিয়ে বলা হয়েছে, 'বাংলাদেশ এখন পিপলস চয়েসের টপ ১-এ আছে। এই অবস্থান ধরে রাখতে ১৯ নভেম্বর পর্যন্ত শক্তভাবে ভোট দিতে থাকুন!'

তবে ভোটের লড়াই এখনো শেষ হয়নি। এই 'পিপলস চয়েস' ভোট আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে মিথিলা যদি ভোটের হিসেবে শীর্ষে থাকতে পারেন, তবে তিনি সরাসরি 'মিস ইউনিভার্স' অর্থাৎ বিশ্বসুন্দরীর শিরোপা জিতবেন।

প্রতিযোগিতা চলাকালীন অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে ভোটের এই সংখ্যা ওঠানামা করছে। তাই চূড়ান্ত ফল এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মিথিলার ভক্ত-অনুরাগীরা তাকে এই অবস্থানে ধরে রাখার জন্য নিরলসভাবে ভোট দিচ্ছেন ও অন্যদের ভোট দিতে আহ্বান জানাচ্ছেন।

এই সম্পর্কিত আরো