হঠাৎ হাসপাতালে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। মাত্র একদিন আগে তিনি ভারতে গ্লোবাল স্টার এনরিক ইগলেসিয়াসের কনসার্ট উপভোগ করেছিলেন, ভিড়ের মধ্যে যেন নিজের উপস্থিতি দিয়ে আলো ছড়িয়েছেন। কিন্তু সেই উচ্ছ্বাসের ঠিক পরই হঠাৎ হাসপাতালে ছুটতে হলো এই বলিউড সুন্দরীকে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ছেলে আরহান খানকে নিয়ে লীলাবতী হাসপাতালে দেখা যায় মালাইকাকে। পরনে কালো ট্র্যাকস্যুট, জ্যাকেট। হাতে পানির বোতল। মাস্কে ঢাকা মুখ। চেহারায় মেকআপের লেশমাত্র নেই। এভাবেই হাসপাতাল থেকে বের হতে দেখা যায় মা-ছেলেকে। বিষয়টি নিয়ে কৌতূহল বেড়েছে মালাইকার ভক্ত মহলে।
তবে এই ভিডিও ভাইরাল হলেও, এখন পর্যন্ত মালাইকার তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে এমনিতেই বেশ কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন মালাইকা অরোরা। নেটিজেনরা মনে করছেন, মালাইকা তার বয়স লুকিয়েছেন গত জন্মদিনের পার্টিতে।
৫২ বছরে পা দিয়ে ৫০ লেখা কেক কেটেছেন মালাইকা। আর তা নিয়ে এত শোরগোল। তবে ট্রোল হলেও, মালাইকা এই নিয়ে সেভাবে মুখ খোলেননি। বরাবরের মতো এড়িয়েই গিয়েছেন।