অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ফেসবুক পোস্টে এই দুঃসংবাদটি জানিয়েছেন তিনি।
পোস্টটিতে তিনি লিখেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমরা তার কাছেই ফিরে যাবো। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী আর নেই। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।’
তিনি আরও জানান, ‘দুটি স্থানে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে হবে। আর দ্বিতীয় জানাজা মাগরিব নামাজের পর তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে।’
শাওন তার পোস্টে অনুরোধ জানিয়েছেন, ’সবাই যেন তার মায়ের আত্মার শান্তির জন্য দোয়া করেন। ’
তার মায়ের মৃত্যুর খবরে সহকর্মী ও অনুসারীরা গভীর সমবেদনা জানিয়েছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী শোক প্রকাশ করে লিখেন, ‘ কী বলবো, কোন ভাষা নেই। আন্টির চেহারা ভেসে উঠছে। শাওন তুমি যেন এত কষ্টের শোক কাটিয়ে উঠতে পারো। এই প্রার্থনা আন্টি পরপারে শান্তিতে থাকুক।’
বেগম তাহুরা আলী ছিলেন একজন শিক্ষিত, মার্জিত নারী। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও তিনি পরিবার ও সন্তানদের প্রতি ছিলেন অত্যন্ত যত্নশীল ও নিবেদিত। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মৃত্যুর সময় শাওন ও তার পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।
এর আগে গত জুন মাসের শেষ দিকে মায়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন শাওন। সামাজিকমাধ্যমে এক পোস্টে লিখেছিলেন, ‘আমার আম্মু ইউনাইটেড হাসপাতালের হৃদযন্ত্রের নিবিড় পপর্যবেক্ষণ কেন্দ্র (সিসিইউ)-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। গত ১৫ ঘণ্টায় দুইবার বড় ধরনের হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন! আমরা তাঁকে প্রায় হারিয়ে ফেলেছিলাম।’ দীর্ঘ অসুস্থতার পর অবশেষে আজ সকালে ইহকাল ত্যাগ করেন তার মা।