মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুবিপ্রবি নির্ধারিত জায়গায় দ্রুত স্থাপনের লক্ষে বৃহত্তর সুনামগঞ্জবাসীর স্বারকলিপি খুনী হাসিনা বিদেশে পালিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন : কাইয়ুম চৌধুরী মাওলানা হাবিবুর রহমান - জামায়াত একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সিলেটের টিলা কাটা বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন সিলেটে সীমান্তে সোয়া কোটি টাকার চোরাচালান জব্দ নেপালের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ মির্জা ফখরুল - যারা ভাবছেন নির্বাচনে বিঘ্ন ঘটালে উপকৃত হবেন, ভুল করছেন জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস : তারেক রহমান সত্যিই প্রেম করছেন শ্রীলীলা? অসুস্থ যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
advertisement
সারাদেশ

বাগমারায় দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান, ধরপাকড়ে জোর পুলিশের

রাজশাহীর বাগমারা উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় দেয়ালে দেয়ালে লেখা হয়েছে ‘জয় বাংলা’ স্লোগান। গত শুক্রবার সকাল থেকে লেখাগুলো নজরে আসে। এরপর আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে শুক্র ও শনিবার মিছিল-সমাবেশ করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা।

শনিবার রাত থেকে বাগমারায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে পুলিশের ধরপাকড়ে জোর দেওয়া হয়। এক রাতে ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তারও করা হয়। পুলিশ বলছে, তারা ৫ আগস্টের হামলা মামলার ‘তদন্তে প্রাপ্ত’ আসামি। ‘জয় বাংলা’ স্লোগান লেখার সঙ্গে তাঁদের গ্রেপ্তারের সম্পর্ক নেই।

থানা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে উপজেলার ঝিকড়া ইউনিয়নের মদাখালি বাজারে অভিযান চালিয়ে চায়ের দোকানি মকছেদ আলী (৪৮), বড় বিহানালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বাক্কার (৪৪) এবং আওয়ামী লীগকর্মী জাহাঙ্গীর আলমকে (৫৬) গ্রেপ্তার করা হয়।

রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ ফরিদুল রিপন (৩৫), ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন (৩০), মাড়িয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেন (৪৫), হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাজিমুল হক রিকো (৩২), তাহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন (৪৮), শুভডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সদস্য শরীফ মাহমুদ (৩২) ও ঝিকড়া যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম (২৪)।

এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার হামলায় তারা ‘সন্দিগ্ধ’ আসামি। ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি বলেন, দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লেখার কারণে তাদের গ্রেপ্তার করা হয়নি। এটা নিয়ে থানায় কোনো মামলাও হয়নি। তবে কারা দেয়ালে ‘জয় বাংলা’ লিখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

সুবিপ্রবি নির্ধারিত জায়গায় দ্রুত স্থাপনের লক্ষে বৃহত্তর সুনামগঞ্জবাসীর স্বারকলিপি

খুনী হাসিনা বিদেশে পালিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন : কাইয়ুম চৌধুরী

মাওলানা হাবিবুর রহমান জামায়াত একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে

সিলেটের টিলা কাটা বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন

সিলেটে সীমান্তে সোয়া কোটি টাকার চোরাচালান জব্দ

নেপালের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

মির্জা ফখরুল যারা ভাবছেন নির্বাচনে বিঘ্ন ঘটালে উপকৃত হবেন, ভুল করছেন

জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস : তারেক রহমান

সত্যিই প্রেম করছেন শ্রীলীলা?

অসুস্থ যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান