বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সারাদেশ

তারাকান্দায় পাঁচ যানের সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের তারাকান্দায় বাস, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, পিকআপ ও ট্রলির সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। এর মধ্যে সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার বাগুন্দা নামকস্থানে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জিকে পরিবহণের একটি বাস বেলা ১২টার দিকে তারাকান্দা উপজেলার বাগুন্দা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআরে সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। পরে পিকআপটি পেছনের দিকে  গিয়ে দুই অটোরিকশা ও হ্যান্ড ট্রলিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারান। আহত হন অন্তত ১৫ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

এই সম্পর্কিত আরো