বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টিতেও দিনভর দফায় দফায় সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বৃষ্টির মধ্যেই দিনভর দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) পূর্ব বিরোধের জের ধরে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা নাগাদ থেমে থেমে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ১৫ থেকে ২০টি বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।


যৌথবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষস্থল খাদুরাইল গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে এসেছে।

 
একাধিক সূত্রে জানা গেছে, গ্রাম্য সালিশে নেতৃত্ব দেওয়া ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আমিনুল ইসলাম ও গিয়াস উদ্দিন নামে দুই ব্যক্তির মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকাল থেকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এলাকার প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত মোশারফ হোসেন, মোখলেছুর রহমান, শফিক রায়হানসহ অনেকে দুই পক্ষের হয়ে সংঘর্ষে নেতৃত্ব দিলে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে। দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।


 
আহতদের মধ্যে আমসু মিয়া (২৪), আকবর মিয়া (৫০), বকুল মিয়া (২৮), মোনেয়ম খাঁ (৩৭), রঙ্গু মিয়া (৩৮), মনির হোসেন (৩৫), তোফাজ্জল মিয়া (৩৫), সাইফুল ইসলাম (২৫), মরম ইসলাম (৩৫), জাকির হোসেন (৩৩), লিটন মিয়া (৩৩), আতিক মিয়া (২৫), রহিছ মিয়া (৫৫), মহরম আলীর স্ত্রীর (২৮) এর নাম জানা গেছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 


বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, আধিপাত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়। এ বিষয়ে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তিনি দাবি করেন।

এই সম্পর্কিত আরো