বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সারাদেশ

কুয়েট ভিসির অপসারণের দাবি

রাতে ‘শাহবাগ ব্লকেড’ করবেন শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে অপসারণের জন্য দেড় ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। দাবি না মানলে আজ রাত ১০টায় শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

ঢাবি শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, কুয়েটের অনশনরত শিক্ষার্থীদের অবস্থা গুরুতর। মৃত্যুর আশঙ্কাও রয়েছে অনেকের। কুয়েটকে বাঁচাতে আজ রাত ১০টায় শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি। রাতের মধ্যে ভিসি মাসুদ যদি পদত্যাগ না করে অথবা তাকে বহিষ্কার করা না হয় তাহলে এই ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

রাতের এই কর্মসূচিতে ঢাবি, জবি, জাবি, প্রাইভেট, ঢাকা কলেজ, বুয়েটসহ ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরো