বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গাজীপুরে কারাগারে মসজিদের খতিব রহিজ উদ্দিনের মৃত্যুর বিষয়ে পুলিশের বিবৃতি সিলেটে আউটসোর্সিং বাতিল না হলে জুন থেকে আন্দোলনের ডাক ১৭ বছর গাছে পানি ঢেলেছি আমরা, ফল খেয়েছেন আপনারা: মির্জা আব্বাস কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক হযরত আলী মে দিবসের কর্মসূচিতে গিয়ে বাসচাপায় শ্রমিক দল নেতার মৃত্যু স্বামী অসুস্থ, প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদন শেখ হাসিনা ওসামা বিন লাদেনের খালাতো বোন: রিজভী প্রশংসনীয় কর্মের স্বীকৃতিতে ‌‌‌‍'আইজি ব্যাজ' অর্জন করলেন এসএমপি কমিশনার রেজাউল সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য : তারেক রহমান এনসিপি’র কমিটিতে মহিলা আ’লীগ সভাপতির মেয়ে
advertisement
সারাদেশ

বাজারে হামলার শঙ্কা, ১৪৪ ধারা জারি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বাজিতপুর বাজারে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার (০১ এপ্রিল) বিকেলে থেকে অনির্দিষ্টকালের জন্য এ ঘোষণা দেয় উপজেলা প্রশাসন।

জানা গেছে, উপজেলার মথুরাপুর এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামার সময় কথাকাটাকাটিকে কেন্দ্র করে ঈদের আগে শুক্রবারে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মথুরাপুর ও কৈলাগ এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। উপাজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ফের শনিবার রাতে দুই এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পৌর এলাকার পৈলনপুর ও দড়িঘাঘটিয়ার লোকজনও সংর্ঘষে জড়িয়ে পড়ে।

পরে সংবাদ পেয়ে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। এর আগে এক দল দুর্বৃত্ত বাঁশ মহল, সিঅ্যান্ডবি রোডসহ বাজিতপুর বাজরের বিভিন্ন দোকানে হামলা করে ও ভাঙচুর চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ফলের দোকানসহ অন্তত ৫০টি দোকান ভাঙচুর করে এবং মাছের আড়তে আগুন দেয়। তারাবীহ নামাজ চলাকালে উভয় পক্ষের মহড়ায় বেশ কিছু মানুষ আহত হয়। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে একটি মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

রাতে পুলিশ, সেনাবাহিনী বাজার পাহারা দিয়ে রাখে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তখনও বাজিতপুর বাজার ও আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

ঈদের পরদিন মঙ্গলবার আবার গুজব ছড়িয়ে পড়ে বাজারে যেকোনো সময় হামলা হতে পারে। ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে কেউ কেউ দোকানের মালামাল সরিয়ে নিতে উদগ্রীব হয়ে ওঠে। বিভিন্ন দলের স্থানীয় নেতারা বিষয়টির মিমাংসার চেষ্টা সত্বেও ব্যবসায়িকগণ আস্বস্ত হতে পারছেন না। উদ্ভুত পরিস্থিতিতে উপজেলা প্রশাসন আজ অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।

এ-সংক্রান্ত বিষয়ে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। তবে তার সহকারী আশরাফদৌলা বুলবুল জানান, আইনশৃংখলা রক্ষার্থে সমাবেশ নিষিদ্ধ করে মাইকিং করা হয়েছে। যা আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে কার্যকর হবে। তবে সিদ্ধান্ত হয়েছে আগামী ৫ এপ্রিল সকাল ১১টায় এলাকার লোকজন মিমাংসায় বসবে। সে পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হুসেন জানান, সেটা সরাসরি ১৪৪ ধারা নয়। তবে বিশৃঙ্খলা বন্ধে যে কোনো ধারা প্রয়োগ করা যাবে।

এই সম্পর্কিত আরো

গাজীপুরে কারাগারে মসজিদের খতিব রহিজ উদ্দিনের মৃত্যুর বিষয়ে পুলিশের বিবৃতি

সিলেটে আউটসোর্সিং বাতিল না হলে জুন থেকে আন্দোলনের ডাক

১৭ বছর গাছে পানি ঢেলেছি আমরা, ফল খেয়েছেন আপনারা: মির্জা আব্বাস

কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক হযরত আলী

মে দিবসের কর্মসূচিতে গিয়ে বাসচাপায় শ্রমিক দল নেতার মৃত্যু

স্বামী অসুস্থ, প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদন

শেখ হাসিনা ওসামা বিন লাদেনের খালাতো বোন: রিজভী

প্রশংসনীয় কর্মের স্বীকৃতিতে ‌‌‌‍'আইজি ব্যাজ' অর্জন করলেন এসএমপি কমিশনার রেজাউল

সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য : তারেক রহমান

এনসিপি’র কমিটিতে মহিলা আ’লীগ সভাপতির মেয়ে