বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন ডাকসু : উত্তেজনা নিরসনে বিএনপি-জামায়াতের সঙ্গে কথা বলেছে সরকার দ্বিতীয় স্ত্রীকে আবারও বিয়ে করলেন সাবেক এমপি নাছির চৌধুরী বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা এয়ারপোর্ট থানার অভিযানে ১০ জুয়াড়ি গ্রেপ্তার জৈন্তাপুরে বড়গাং নদীতে ইজারার শর্ত ভেঙে ‘বোমা মেশিনে’ ধ্বংসযজ্ঞ প্যারিসে এমসি কলেজের সাবেক ছাত্রদল নেতা মিনহাজ সংবর্ধিত জামালগঞ্জে মাদক বিরোধী গ্রাম উন্নয়ন কমিটি গঠন দোয়ারাবাজারে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) সমন্বয় কমিটি ঘোষণা বিয়ানীবাজারে প্যানেল চেয়ারম্যান আলতাফের রীট আবেদন স্থগিত
advertisement
সারাদেশ

গাজীপুরের ঘটনায় ওসিকে বরখাস্তের ঘোষণা

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বরখাস্তের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে গতকাল রাতে হামলার প্রতিবাদে রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা।

তিনি বলেন, শুক্রবার রাতে যে ঘটনাটি ঘটেছে, তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

নাজমুল করিম খান বলেন, শুনেছি, ওসি দুই ঘণ্টা পর আপনাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি এখানে দাঁড়িয়ে বললাম, তাকে সাসপেন্ড (বরখাস্ত) করব। আমি বলতে চাই, যারা এ ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেছে, তাদের পুলিশে চাকরি করতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে যারা অত্যাচার করেছে, দেশের ওপর জুলুম করেছে, তারা মাথাচাড়া দিচ্ছে। কিন্তু তাদের কোনো মাথাচাড়া বরদাশত করা হবে না। ইতোমধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাতে চিরুনি অভিযান চালানো হবে। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদ দমন করার জন্য ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হবে।

পুলিশ কমিশনারের বক্তব্যের সময় সেখানে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ সংগঠনের নেতাকর্মীরা।

সংগঠনের নেতাকর্মীরা জানান, শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে শিক্ষার্থীরা বন্ধ করতে গেলে তাদের ওপর হামলা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে শহরের রাজবাড়ীর মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন।

বেলা ২টার দিকে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বসে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখানে গিয়ে মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানান। এরপর বিকেল ৫টার দিকে নেতাকর্মীরা ফিরে যান।

এই সম্পর্কিত আরো

ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন

ডাকসু : উত্তেজনা নিরসনে বিএনপি-জামায়াতের সঙ্গে কথা বলেছে সরকার

দ্বিতীয় স্ত্রীকে আবারও বিয়ে করলেন সাবেক এমপি নাছির চৌধুরী

বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা

এয়ারপোর্ট থানার অভিযানে ১০ জুয়াড়ি গ্রেপ্তার

জৈন্তাপুরে বড়গাং নদীতে ইজারার শর্ত ভেঙে ‘বোমা মেশিনে’ ধ্বংসযজ্ঞ

প্যারিসে এমসি কলেজের সাবেক ছাত্রদল নেতা মিনহাজ সংবর্ধিত

জামালগঞ্জে মাদক বিরোধী গ্রাম উন্নয়ন কমিটি গঠন

দোয়ারাবাজারে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) সমন্বয় কমিটি ঘোষণা

বিয়ানীবাজারে প্যানেল চেয়ারম্যান আলতাফের রীট আবেদন স্থগিত