রাজধানীর পল্লবী থানার নিকটে অবস্থিত সেনা ক্যাম্পের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরই তারা দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
রাতে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আসাদ বলেন, ‘থানার পাশে সেনা ক্যাম্পের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। কয়টা বিস্ফোরণ হয়েছে বলতে পারব না। আমি থানার ভেতরে ছিলাম।’
বিস্ফোরণে একজন মোটরসাইকেল আরোহী সামান্য আহত হয়েছেন। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার পেছনে কারা জড়িত এবং উদ্দেশ্য কী, তা উদ্ঘাটনের কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।