ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে আরেক প্রার্থী সরে দাঁড়ালেন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান শনিবার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে প্রার্থীতা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
তিনি জানান, শারীরিক অসুস্থতা, পড়াশোনার চাপ ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে নির্বাচনী প্রচারণা চালানো তার পক্ষে সম্ভব হচ্ছে না। একই সঙ্গে তিনি একই পদের প্রার্থী ও নিজের বিভাগের বন্ধু আহাদ বিন ইসলাম শোয়েবকে নৈতিক সমর্থন জানান।
আরিয়ান লিখেছেন, আমার শরীর ভালো নেই, পাঁচদিন ধরে বিছানায় শয্যাশায়ী। প্রচারণা করতে পারিনি, ফলে অনেক পিছিয়ে গেছি। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছি।
তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ক্লাব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য কিছু করার সুযোগ রয়েছে বলেই তিনি এটিকে ডাকসুর চেয়ে বেশি কার্যকর মনে করছেন। রাজনীতির ভাঙাগড়ার দ্বন্দ্ব থেকে দূরে থেকে ক্লাব ও ব্যক্তিগত উদ্যোগকে প্রাধান্য দিতে চান বলেও জানান।
মাস্টার্সের পড়াশোনা, ক্লাস-পরীক্ষার চাপ, গবেষণা কাজ এবং স্টার্টআপ পরিচালনার ব্যস্ততার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি কয়েকটি গবেষণা প্রবন্ধ জমা দেওয়ার সময়সীমা সামনে থাকায় নির্বাচিত হলেও কতটা অবদান রাখা সম্ভব হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন।
আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ না থাকলেও ব্যক্তিগত কারণ ও ক্যারিয়ার ফোকাসের কথা বিবেচনা করে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আরিয়ান। তিনি তার সহপাঠী শোয়েবের জন্যও সবার দোয়া কামনা করেন।