শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস ) সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. মমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন- কোষাধ্যক্ষ ইসরাত জাহান স্পৃহা, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক তামান মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শিব্বির আহমেদ, দপ্তর সম্পাদক আশফাকুর রহমান, প্রচার সম্পাদক এনামুল হক, সদস্য মো. আমানুল্লাহ আন্তম ও মো ফাহিম হক। পদাধিকারবলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান।
সোসাইটি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং নির্বাচন কমিশনার হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ সরকার, অধ্যাপক ড. ফাহমিদা আক্তার ও ড. মোহাম্মদ ফাখরুছ ছালাম দায়িত্ব পালন করেছেন।
গত ২৬ আগস্ট নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।