রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
রাজধানীতে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার আগস্টে কমেছে মূল্যস্ফীতি, তিন বছরের মধ্যে সর্বনিম্ন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না: প্রেস সচিব বাংলাদেশ শ্রমিক কল্যাণর ফেডারেশন ৩৮ নং ওয়ার্ডের জনশক্তি সমাবেশ সম্পন্ন বড়লেখায় কলেজ শিক্ষর্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সালমান শাহ - মৃত্যুর ২৯ বছর পরও যিনি তুমুল জনপ্রিয়, আজও ফ্যাশন আইকন ছেলে জাতীয় দলের ক্রিকেটার, বাবা করেন গার্ডের চাকরি কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন কুলাউড়ায় উপজেলা প্রশাসনের ঈদে মিলাদুন্নবী (সা.) পালন সিলেটে সেনাবাহিনীর অভিযানে ৫ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
advertisement
ক্যাম্পাস

জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. আরিফুল ইসলাম (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে শুক্রবার সকালে  বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন গ্রন্থাগার ভবনের চতুর্থ তলা থেকে পড়ে তিনি গুরুতর আহত হন।

নিহত আরিফুল ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ডা. নিংতম বলেন, বেলা ১১টার দিকে কয়েকজন শ্রমিক আরিফুলকে নিয়ে মেডিকেলে আসেন। তারা জানান, তিনি উপর থেকে পড়ে গেছেন। তার মুখে আঘাত ছিল, দাঁত পড়ে গিয়েছিল। অবস্থা গুরুতর দেখে আমি দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে এনাম মেডিকেলে পাঠিয়ে দেয়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনটির কাজ বাস্তবায়ন করছে অনিক ট্রেডিং কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান। সেটির প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, নির্মাণ কাজ বন্ধ থাকলেও কিছু শ্রমিক সেখানে অবস্থান করছিলেন। সেখান থেকে আমাকে ফোন করে জানানো হয়, একজন শ্রমিক পড়ে গিয়ে মারা গেছেন।

এদিকে, শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলামকে আহ্বায়ক ও পরিবহণ দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো. ইব্রাহিমকে সদস্য সচিব করে গঠিত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো