বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দিরাইয়ে তুচ্ছ বিরোধের জেরে সংঘর্ষ, প্রতিপক্ষের হামলায় নিহত ১ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের’, হত্যার হুমকি প্রসঙ্গে চমক হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু ২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়তে হবে : মিফতাহ্ সিদ্দিকী ধানের শীষের ঘাঁটি আরও সুসংগঠিত - বিশ্বনাথে শ্রীধরপুর ভোটকেন্দ্রে ১৫১ সদস্যের সেন্টার কমিটি গঠন
advertisement
ক্যাম্পাস

শাবিতে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) 'জুলাই শহিদ দিবস' পালন করা হয়েছে।
 

বুধবার (১৬ জুলাই) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালি করার মাধ্যমে দিবসের শুরু হয়। পরবর্তীতে সকাল ১১টায় মিনি অডিটোরিয়ামে জুলাই শহিদ আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও জুলাই শহিদ দিবস উদ্যাপন কমিটির আহবায়ক অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী।
 

এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টরিয়াল বডির সদস্য, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, ‘যে স্বপ্নকে লালন করে এই বিপ্লব হয়েছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করা জরুরি। বিগত সময়ে গণতন্ত্রের মোড়কে ফ্যাসিবাদী কর্তৃত্ব কায়েম করে হাজার হাজার নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছে। এসবের বিচার করা জরুরি।’
 

উপ- উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘গত বছরের ১৬ জুলাইয়ে বাংলাদেশের মাটিতে আবু সাঈদের রক্ত এত তেজোদ্দীপ্ত হয়ে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়বে কেউ ভাবেনি। এই আন্দোলন কারো একার আন্দোলন ছিলোনা। সবার সম্মিলিত অংশগ্রহণেই এই বিপ্লব সফল হয়েছে।’

উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু হবে এটাই স্বাভাবিক। কিন্তু হাসিনার বাহিনী আবু সাঈদকে যেভাবে ন্যূনতম দূরত্ব থেকে হত্যা করেছে তা ইতিহাসে বিরল। বিগত সময়গুলোতে দুর্নীতি, হত্যা, গুম ও খুনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। যার ফলাফল শিক্ষার্থীদের জুলাই বিপ্লব।’
 

তিনি আরও বলেন, ‘আগামীতে সততা নির্ভর বাংলাদেশ গড়তে হবে। দেশের সার্বিক উন্নতি সাধন করতে হলে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করতে হবে। আমরা শাবিপ্রবিকে টিচিং এন্ড রিসার্চ ইউনিভার্সিটি হিসেবে গড়ে তুলতে চাই। সেজন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’

এই সম্পর্কিত আরো

দিরাইয়ে তুচ্ছ বিরোধের জেরে সংঘর্ষ, প্রতিপক্ষের হামলায় নিহত ১

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের’, হত্যার হুমকি প্রসঙ্গে চমক

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়তে হবে : মিফতাহ্ সিদ্দিকী

ধানের শীষের ঘাঁটি আরও সুসংগঠিত বিশ্বনাথে শ্রীধরপুর ভোটকেন্দ্রে ১৫১ সদস্যের সেন্টার কমিটি গঠন