মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে: জামায়াত আমির নগরীতে প্রচার মিছিল - পিআর নয়, এফপিটিপি পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি অ্যাডভোকেট জামানের যুবলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার সিলেটে আবারও আতঙ্ক ছড়াচ্ছে যে ভাইরাস এবার জিন্দাবাজার ‘মধুচক্রে’ পুলিশের হানা যথাসময়ে সিলেট চেম্বারের নির্বাচন দাবিতে ডিসির কাছে স্মারকলিপি বুধবারের মধ্যে রোডম্যাপের দাবি - শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নং কূপে ওয়ার্কওভার শুরু - হবিগঞ্জ থেকে প্রতিদিন মিলবে আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুবকের সাথে চলে যাওয়ায় মেয়েকে ‘জবাই করে হত্যা’, বাবা আটক অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর
advertisement
ক্যাম্পাস

‘নো ফেল স্কুল’ ভিকারুননিসায় এবার ৫৫ জন ফেল!

রাজধানীর অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ‘নো ফেল স্কুল’ হিসেবেই পরিচিত। বছরের পর বছর ধরে এসএসসিতে স্কুলটির সাফল্য থাকে শীর্ষে। তবে এবারের চিত্র উল্টো। স্কুলটির ৫৫ জন শিক্ষার্থী এবারের এসএসসিতে ফেল করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ২ হাজার ১১৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২ হাজার ৬১ জন। পাসের হার ৯৭ দশমিক ৪০ শতাংশ। তবে ফেল করেছে ৫৫ জন।

তথ্য অনুযায়ী, বিজ্ঞান বিভাগে ফেল করেছে ৩৭ জন, মানবিকে ৮ জন এবং ব্যবসায় শিক্ষায় ফেল করেছে ১০ জন। 

গত এক দশকে এই শিক্ষাপ্রতিষ্ঠানে ফেলের সংখ্যা গোনা যেত এক হাতে। সেই তুলনায় এবারের ফলাফল বিশ্লেষণে উদ্বেগ তৈরি করেছে অভিভাবক মহলে।

অন্যদিকে, ভিকারুননিসার পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছেন ১ হাজার ৩২৬ জন। এই সংখ্যা বেশ উল্লেখযোগ্য হলেও ৫৫ জন শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া একটি ব্যতিক্রমী চিত্র।

সারা দেশে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ ফাইভ উভয়ই কমেছে। মোট পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যেখানে গত বছর তা ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। 

এ বছর জিপিএ ফাইভ পেয়েছের ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। এবারও জিপিএ ফাইভ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে মেয়েরা।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। তাদের মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন ফরম পূরণ করেছিলেন।

যদিও পরীক্ষার প্রথম দিনেই সারাদেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। পরে এ অনুপস্থিতির সংখ্যা আরও বেড়েছিল। সবমিলিয়ে প্রায় ১৯ হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেন।

এই সম্পর্কিত আরো

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে: জামায়াত আমির

নগরীতে প্রচার মিছিল পিআর নয়, এফপিটিপি পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি অ্যাডভোকেট জামানের

যুবলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার

সিলেটে আবারও আতঙ্ক ছড়াচ্ছে যে ভাইরাস

এবার জিন্দাবাজার ‘মধুচক্রে’ পুলিশের হানা

যথাসময়ে সিলেট চেম্বারের নির্বাচন দাবিতে ডিসির কাছে স্মারকলিপি

বুধবারের মধ্যে রোডম্যাপের দাবি শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নং কূপে ওয়ার্কওভার শুরু হবিগঞ্জ থেকে প্রতিদিন মিলবে আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

যুবকের সাথে চলে যাওয়ায় মেয়েকে ‘জবাই করে হত্যা’, বাবা আটক

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর