সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘জুলাই স্মৃতি : শাবিপ্রবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে তিনি দোয়া চেয়েছেন। এসময় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে খালেদা জিয়ার দীর্ঘ লড়াই-সংগ্রামের ইতিহাস স্মরণ করেছেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শাবি শিবির সেক্রেটারি মাসুদ রানা তুহিন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং শাবি শিবিরের সাবেক ও বতর্মান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।