সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
ক্যাম্পাস

কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে শাবিপ্রবি ছাত্রদলের মতবিনিময় সভা

বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার ও পরিচ্ছন্ন রাজনীতি চর্চার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ২টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ অলিউজ্জামান সোহেল। এছাড়া প্রধান বক্তা ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জলিল আমিনুল, বিশেষ অতিথি ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবু হান্নান তালুকদার, শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময় থেকে আমরা লক্ষ্য করছি, আমরা একটি অদৃশ্য শক্তির সাথে লড়াই করছি। এই অদৃশ্য শক্তিকে কোনোভাবেই দৃশ্যমান হতে দেয়া যাবেনা। আমরা ঐক্যবদ্ধভাবে এদেরকে অদৃশ্য অবস্থাতেই বিলুপ্ত করব ইনশাআল্লাহ। শাবিপ্রবি ছাত্রদল শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করে। শাবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে যারা সিজিপিএ ৩.৫০ এর উপরে রাখবে তাদের ক্রেডিট ফি ও রেজিষ্ট্রেশন ফি দেওয়ার দায়িত্ব আমাদের। এতে আমাদের কেন্দ্রীয় ভাইয়েরাসহ সকলেই সহযোগিতা করবেন বলে মনে করি।

এই সম্পর্কিত আরো