বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে: ডা. তাহের বিএনপি কেন গণভোট নির্বাচনের দিনে চায়, জানালেন সালাহউদ্দিন সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, পর্যটকদের ১২ নির্দেশনা অধ্যক্ষের অপসারণের দাবিতে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ব্যবসায়ীদের উন্নয়নের অঙ্গীকার ওমর ফারুকের, চেম্বার নির্বাচনে ৪ নং ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা গোয়াইনঘাটে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ এখনই দেশে ফেরার পরিকল্পনা নেই হাসিনার, থাকবেন ভারতে: রয়টার্সকে সাক্ষাৎকার নবীগঞ্জে ব্যবসায়ীর গাড়িতে ডাকাতি: চুনারুঘাটে র‌্যাবের অভিযানে দুই ডাকাত আটক শান্তিগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত সিলেটে ঝাড়ফুঁক আর তাবিজের ছায়ায় মানসিক স্বাস্থ্য
advertisement
অর্থ-বাণিজ্য

ঢাকা এফসিএমএ কাস্টমস হাউজ পরিদর্শন এনবিআর চেয়ারম্যানের

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সোমবার ঢাকা এফসিএমএ কাস্টমস হাউজ পরিদর্শন করেন। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবদুর রহমান খান আমদানি কার্গো কমপ্লেক্স, এক্সপ্রেস সার্ভিস ইউনিট ও ঢাকা কাস্টমস হাউজের লং রুমের শুল্কায়ন কার্যক্রম পরিদর্শন করেন। লং রুমে বিভিন্ন শুল্কায়ন গ্রুপের কর্মকর্তা/কর্মচারীদের সঙ্গে কাস্টমসের কার্যাবলী ও তারা কোনো সমস্যা অনুভব করেন কিনা- সেই বিষয়ে জানতে চান।  

এ সময় ইন্টারনেট সার্ভার সমস্যার বিষয়টি দ্রুত সমাধান করতে কাস্টমসের আইটি বিভাগকে নির্দেশনা দেন তিনি। 

এতে আরও বলা হয়েছে, আমদানি কার্গো কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে পরে থাকা পণ্যের দ্রুত নিষ্পত্তিকল্পে পরামর্শ দেন। একই সঙ্গে বিমানে আনা পণ্যের ক্ষেত্রে দ্রুত রিলিজের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের জেনারেল ম্যানেজার জানান- বর্তমানে বিমান ও কাস্টমসের সমন্বিত কার্যক্রমের কারণে পণ্যজট অনেক সহনীয় পর্যায়ে রয়েছে। 

এক্সপ্রেস সার্ভিস ইউনিটের পণ্য দ্রুত রিলিজকল্পে পণ্যের সঠিক স্ক্যানিংয়ের ওপর জোর দিতে বলেন এনবিআর চেয়ারম্যান। সিঅ্যান্ডএফ এজেন্ট, শ্রমিক ও আমদানিকারকের প্রতিনিধির সঙ্গে তাদের কোনো সমস্যা রয়েছে কিনা- তা জানতে চান ও সমাধানে পরামর্শ দেন তিনি।  

ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তা/কর্মচারীদের সঙ্গে এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এছাড়া অনলাইনভিত্তিক ট্যাক্স প্রদান কার্যক্রম ‘এ-চালানের’ মাধ্যমে জমা দেওয়ার প্রক্রিয়া উদ্বোধন করেন। অতঃপর প্রবাসীদের পণ্য আনার ক্ষেত্রে সুবিধার জন্য ব্যাগেজ ট্যাক্স সফটওয়্যার ও আটক পণ্যের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএম সফটওয়্যার উদ্বোধন করেন।

আবদুর রহমান খান বলেন, কাস্টমস হাউজগুলো ট্রেড ফ্যাসিলিটেশনের কেন্দ্র বিন্দু। একই সঙ্গে যেন ব্যবসায়ীদের কোনো বিড়ম্বনা না হয়, বিমানবন্দরে প্রবাসী যাত্রীরা যেন কোনোরূপ হয়রানি না হয়- সেই বিষয়ে নির্দেশনা দেন।

তিনি আশ্বস্ত করেন, যেসব কর্মকর্তা/কর্মচারী সততা-দক্ষতা ও সচেষ্টতার সঙ্গে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করবেন তাদের কোনো ভয় নেই। একই সঙ্গে দেশ ও রাষ্ট্রকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নিরবচ্ছিন্নভাবে বন্দরের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা দেন।

তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সঙ্গে কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং তাদের প্রশ্নের জবাব দেন। ঢাকা কাস্টমস হাউজের সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এই সম্পর্কিত আরো

জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে: ডা. তাহের

বিএনপি কেন গণভোট নির্বাচনের দিনে চায়, জানালেন সালাহউদ্দিন

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, পর্যটকদের ১২ নির্দেশনা

অধ্যক্ষের অপসারণের দাবিতে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

ব্যবসায়ীদের উন্নয়নের অঙ্গীকার ওমর ফারুকের, চেম্বার নির্বাচনে ৪ নং ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা

গোয়াইনঘাটে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

এখনই দেশে ফেরার পরিকল্পনা নেই হাসিনার, থাকবেন ভারতে: রয়টার্সকে সাক্ষাৎকার

নবীগঞ্জে ব্যবসায়ীর গাড়িতে ডাকাতি: চুনারুঘাটে র‌্যাবের অভিযানে দুই ডাকাত আটক

শান্তিগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটে ঝাড়ফুঁক আর তাবিজের ছায়ায় মানসিক স্বাস্থ্য