মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুবিপ্রবি নির্ধারিত জায়গায় দ্রুত স্থাপনের লক্ষে বৃহত্তর সুনামগঞ্জবাসীর স্বারকলিপি খুনী হাসিনা বিদেশে পালিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন : কাইয়ুম চৌধুরী মাওলানা হাবিবুর রহমান - জামায়াত একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সিলেটের টিলা কাটা বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন সিলেটে সীমান্তে সোয়া কোটি টাকার চোরাচালান জব্দ নেপালের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ মির্জা ফখরুল - যারা ভাবছেন নির্বাচনে বিঘ্ন ঘটালে উপকৃত হবেন, ভুল করছেন জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস : তারেক রহমান সত্যিই প্রেম করছেন শ্রীলীলা? অসুস্থ যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
advertisement
অর্থ-বাণিজ্য

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সুরক্ষা নিশ্চিত করতে হবে

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন, পুঁজিবাজারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো কমপ্লায়েন্স। কমপ্লায়েন্সের বিষয়গুলো পরিবর্তনশীল। তাই এ বিষয়ের নিয়মকানুন ও পরিবর্তন সম্পর্কে সব সময় লক্ষ্য রাখা জরুরি। এক্ষেত্রে ব্রোকারেজ হাউজের সিইও, সিএফও, কমপ্লায়েন্স অফিসার ও অনুমোদিত প্রতিনিধিদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে অনুমোদিত প্রতিনিধিদের কমপ্লায়েন্সের সব নির্দেশনা সঠিকভাবে মেনে চলতে হবে।

ডিএসইর ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী ‘কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টারেক্টিভ ইস্যুজ ফর দ্য ট্রেক হোল্ডার্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসইসির পরিচালক মো. আবুল কালাম ও ডিএসই ট্রেনিং একাডেমির প্রধান ও উপমহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।

এ সময় ডিএসইর পরিচালক কামরুজ্জামান বলেন, বাজারে শৃঙ্খলা ধরে রাখতে আপনাদের ভূমিকা অপরিসীম। আমরা চাই আপনারা সবাই পুঁজিবাজার সম্পর্কিত প্রয়োজনীয় আইন সম্পর্কে অবগত থাকেন। পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হলে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আপনাদের অনেকেই দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের সঙ্গে জড়িত। আপনাদের রয়েছে বহুমুখী অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনার কর্মক্ষেত্র অর্থাৎ আপনার হাউজকে কীভাবে আরও উন্নত করা যায় তার দায় দায়িত্ব আপনাদের। আপনাদের নিজ নিজ হাউজে যাতে কোনো অনিয়ম না দেখা যায় এজন্য আপনাদের সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে৷ আপনাদের নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে পুঁজিবাজারের স্বার্থে কাজ করতে হবে।

তিনি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ আপনাদের যেকোনো সহযোগিতার জন্য প্রস্তুত৷ আসুন, আমরা সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে দেশ ও জাতিকে একটি পরিচ্ছন্ন পুঁজিবাজার উপহার দেই৷ এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সব আইন সঠিকভাবে পরিপালনের জন্য আপনাদের অঙ্গীকার থাকতে হবে। একজন বা কয়েকজন লোকের অনিয়মের কারণে পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে।

চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিএসইসি ও ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা পুঁজিবাজারের বর্তমান অবস্থা এবং প্রবৃদ্ধির সম্ভাবনা ও বিভিন্ন বিধিমালার বিষয়ে আলোকপাত করেন। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএসই’র পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

এই সম্পর্কিত আরো

সুবিপ্রবি নির্ধারিত জায়গায় দ্রুত স্থাপনের লক্ষে বৃহত্তর সুনামগঞ্জবাসীর স্বারকলিপি

খুনী হাসিনা বিদেশে পালিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন : কাইয়ুম চৌধুরী

মাওলানা হাবিবুর রহমান জামায়াত একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে

সিলেটের টিলা কাটা বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন

সিলেটে সীমান্তে সোয়া কোটি টাকার চোরাচালান জব্দ

নেপালের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

মির্জা ফখরুল যারা ভাবছেন নির্বাচনে বিঘ্ন ঘটালে উপকৃত হবেন, ভুল করছেন

জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস : তারেক রহমান

সত্যিই প্রেম করছেন শ্রীলীলা?

অসুস্থ যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান